
বয়ে চলা নদী আমি
আঁকা-বাঁকা পথ,
কখনো বা থেমে হই
শূন্য মনোরথ।
উন্মুক্ত সাহিত্য চর্চার আসর

হিংসা বিদ্বেষ ছেড়ে এবার
এক হয়ে যাও সবে,
সমাজ জুড়ে আসবে তখন
শান্তি পাবে তবে।

করেছি শপত তুলেছি কপত
মুক্ত আপন মনে,
দেশের তরে উজাড় করে
সেবিবো প্রতিটি ক্ষণে ।

তুমি’হীনা একটি সকাল
মনে করিয়ে দেয় বেদনার কথা
তুমি’হীনা একটি দুপুর
মনে করিয়ে দেয় সূর্যের প্রখরতা।

স্বাধীনতা তুমি! দিয়েছো উপহার উন্মুক্ত পথে কুপিয়ে মরে যাওয়া রিফাত শরীফের নিথর দেহ।
স্বাধীনতা তুমি!
আগুনে পোড়া আমার বোন নুসরাতের বীভৎস চেহারা ,জীবন্ত চিতা ভুলতে পারি না কেহ ।