
তুমি’হীনা একটি সকাল
মনে করিয়ে দেয় বেদনার কথা
তুমি’হীনা একটি দুপুর
মনে করিয়ে দেয় সূর্যের প্রখরতা।
তুমি’হীনা একটি বিকেল
মনে করিয়ে দেয় উদাসীনতা
তুমি’হীনা একটি সন্ধ্যা
মনে করিয়ে দেয় সকল মৌনতা।
তুমি’হীনা একটি একাকী রাত
মনে করিয়ে দেয় আমার শূন্যতা।
তুমি’ময় এই পৃথিবীতে
তুমি ছাড়া আমি শূন্য
স্বপ্ন গুলো হারিয়ে যাচ্ছে
আর হবে না বোধহয় পূর্ণ।
লেখক,
বোরহান আল হাসান।