
বয়ে চলা নদী আমি
আঁকা-বাঁকা পথ,
কখনো বা থেমে হই
শূন্য মনোরথ।
কখনো বা আশা গুলো
মেঘ হয়ে উড়ে,
প্রিয়জনে বাধা মন
চলে যায় দূরে।
স্মৃতির বিহঙ্গ আমি
হবো একদিন,
পাওয়া না পাওয়ার তরে
করে যাবো ঋণ।
প্রতিদিন-প্রতিক্ষণ
প্রতি সুর গানে,
বিরহ জাগিয়ে দিবো
কুকিলের প্রানে।
কাঁটা-লতা,ঝড়-ঝাড়
হবে গরবড়,
বে-নিদ্রিত নয়নে
স্বপন স্ব-বর।
কখনো বা আড়ালের
সিঞ্চিত ভয়,
পাশে না আসিলে তিথি
জীবনের ক্ষয়।
হয়ে আমি মহামায়া
রাগ মনো বীণা,
শিশিরের পড়শী
জানা হবে কিনা?
শ্রান্ত বা কখনো সে
জল সরোবর,
ক্লান্ত চরণে আমি
রিক্ত প্রবর।
লেখক,
মো. ছাইদুল ইসলাম।