
করেছি শপত তুলেছি কপত
মুক্ত আপন মনে,
দেশের তরে উজাড় করে
সেবিবো প্রতিটি ক্ষণে ।
সকল জনে সকল প্রানে
জ্বালাব আলোর বাতি,
অন্যের আনন্দে অন্যের সুখে
খুজে পাব নিজ শান্তি ।
সোনার বাংলা গড়তে হলে
দিতে হবে শ্রম,
প্রচুর শক্তি দিতে হবে
নাই যেন হয় কম ।
সকল স্বপ্ন মাথায় রেখে
স্বপ্নের দেশ আঁকি,
আত্নত্যাগের বিনিময়ে
সদা সচেতন থাকি ।
লেখক,
হামিম হোছাইন।