স্বাধীনতা তুমি

স্বাধীনতা তুমি!  দিয়েছো উপহার উন্মুক্ত পথে কুপিয়ে মরে যাওয়া রিফাত শরীফের নিথর দেহ।
স্বাধীনতা তুমি!
আগুনে পোড়া আমার বোন নুসরাতের বীভৎস চেহারা ,জীবন্ত চিতা ভুলতে পারি না কেহ ।


স্বাধীনতা তুমি !
সেই বিপ্লবি স্ট্যাটাস,
দেশের পক্ষে কথা বলায় পশুর মত নির্মমভাবে হত্যা করা আবরার ফাহাদের লাশ ।
স্বাধীনতা তুমি!
বিশ্বজিতের চিৎকার, আমি হিন্দু আমি হিন্দু!
স্বাধীনতা তুমি !
অভিজিৎ,নাদিয়া, তনু ,খাতিজার রক্তবিন্দু।
স্বাধীনতা তুমি !
লাল সবুজের একখণ্ড দাবানল ।
স্বাধীনতা তুমি!
পিলখানায় চৌকস সেনা অফিসার
খুন করা আস্ফালন।
স্বাধীনতা তুমি!
স্বাধীন দেশে পরাধীন জনগণ
স্বাধীনতা তুমি!
বাসের মধ্যে আমার ধর্ষিতা মাজেদা বোন।
স্বাধীনতা তুমি !
ছেলের সামনে মায়ের ধর্ষিতা মুখ
স্বাধীনতা তুমি!
ভাইয়ের সামনে ধর্ষিতা বোনের দুঃখ ।
স্বাধীনতা তুমি!
এমপির কাছ থেকে গুলিবিদ্ধ সৌরভ উপহার!
স্বাধীনতা তুমি!
রানা প্লাজার অজস্র লাশের হাহাকার!
স্বাধীনতা তুমি!
গুম হয়ে যাওয়া সন্তানের জন্য, মায়ের আহাজারি
স্বাধীনতা তুমি!
তাজরীন অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া কর্মচারী।
স্বাধীনতা তুমি!
দিয়েছো মরে রডের বদলে বাঁশ!
স্বাধীনতা তুমি !
ভবনধসে গলিত তাজা লাশ !
স্বাধীনতা তুমি!
ন্যায়ের পক্ষে লেখা সাগর-রুনি হত্যাকাণ্ড,
স্বাধীনতা তুমি!
বুড়িগঙ্গা, পদ্মার পাড়ে লাশের সারির ছন্দ।
স্বাধীনতা তুমি !
মায়ের পেটে গুলিবিদ্ধ শিশু
স্বাধীনতা তুমি!
লজ্জা ঢাকতে নিত্য নতুন ইস্যু।
স্বাধীনতা তুমি!
দিনের আলোতে ধর্ষিত হিরা মনি
স্বাধীনতা তুমি!
আইনের পোশাক পরে মেজর সিনহার খুনি।
স্বাধীনতা তুমি !
করোনা ভাইরাসের দিয়েছো ভুয়া রিপোর্ট,
স্বাধীনতা তুমি!
চেতনার নামে ,বারে বারে অপমান করেছো , স্বাধীনতার ঝংকার মাখা বিপ্লবী ঐ মুজিব কোর্ট!
স্বাধীনতা তুমি!
কাঁটাতারে ঝুলে থাকা আমার বোন ফেলানীর লাশ
স্বাধীনতা তুমি !
বন্ধু রাষ্ট্রের কাছ থেকে পাওয়া ,উপহার স্বরূপ,
সীমান্ত হত্যা বারো মাস ।

লেখক,

মো. হাফিজুর রহমান

Published by ✍️

সাহিত্য ব্লগে আপনাকে সু-স্বাগত ।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started