
হিংসা বিদ্বেষ ছেড়ে এবার
এক হয়ে যাও সবে,
সমাজ জুড়ে আসবে তখন
শান্তি পাবে তবে।
ধনি গরীব নাহি বিভেদ
সবাই মুসলিম মিলি,
হাতের সাথে হাত মিলিয়ে
কিরণ করি বিলি।
ভালো লোকের স্বভাব কিন্তু
ঈর্ষ্যা নয় যে কভু,
টাকার লোভে পড়ে তারা
করে পৃথ্বী তবু।
মুসলিম ধর্মে হিংসা কিন্তু
অতি খারাপ বলে,
তবুও কেন এসব লোকে
সেই পথে ভাই চলে?
মানুষের নেয় মানুষ হও যে
হিংসা বিদ্বেষ ছেড়ে,
নিও না তুমি অসহায় দের
ফুটে সম্মান কেড়ে।
লেখক,
মো. এরফানুল হক।