বয়ে চলা নদী আমিআঁকা-বাঁকা পথ,কখনো বা থেমে হইশূন্য মনোরথ।
Author Archives: ✍️
হিংসা বিদ্বেষ
হিংসা বিদ্বেষ ছেড়ে এবারএক হয়ে যাও সবে,সমাজ জুড়ে আসবে তখনশান্তি পাবে তবে।
স্বপ্নের দেশ
করেছি শপত তুলেছি কপতমুক্ত আপন মনে,দেশের তরে উজাড় করেসেবিবো প্রতিটি ক্ষণে ।
প্রিয় তুমি
তুমি’হীনা একটি সকালমনে করিয়ে দেয় বেদনার কথাতুমি’হীনা একটি দুপুরমনে করিয়ে দেয় সূর্যের প্রখরতা।
স্বাধীনতা তুমি
স্বাধীনতা তুমি! দিয়েছো উপহার উন্মুক্ত পথে কুপিয়ে মরে যাওয়া রিফাত শরীফের নিথর দেহ।স্বাধীনতা তুমি!আগুনে পোড়া আমার বোন নুসরাতের বীভৎস চেহারা ,জীবন্ত চিতা ভুলতে পারি না কেহ ।